নগরীর কর্ণফুলী থানা এলাকায় অভিযান চালিয়ে চাঞ্চল্যকর আরিফ হোসেন দোভাষ হত্যার মূল হোতাকে অস্ত্র ও দুই সহযোগীসহ গ্রেফতার করেছে পুলিশ।
আজ ৮ মে শুক্রবার, চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের জনসংযোগ শাখা থেকে এই তথ্য প্রকাশ করা হয়।
জানা গেছে, গত ২৫ এপ্রিল কর্ণফুলী থানাধীন চরলক্ষ্যা এলাকায় পাম্প চুরিকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনায় আরিফ হোসেন দোভাষ (২২) নামের একজন গুরতর আহত হয়ে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয় এবং ঘটনার পরের দিন চিকিৎসাধীন অবস্থায় মারা যায়। এতে ভিকটিমের বাবা আহমেদ হোসেন বাদী হয়ে কর্ণফুলী থানা একটি মামলা (নং-১০, তাং-২৫/০৪/২০২০ খ্রিঃ) দায়ের করেন।
উক্ত মামলাটি রুজু হওয়ার পর সিএমপি এর উর্ধতন পুলিশ কর্মকর্তাদের সহযোগিতায় কর্ণফুলী থানা পুলিশ চট্টগ্রাম মহানগরীর বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে অত্র ঘটনার মূল হোতা মোঃ কায়সারকে কর্ণফুলী থানাধীন শাহ আমানত সংযোগ সেতুর দক্ষিণ পাশের এলাকা হতে আটক করে। পরবর্তীতে তার স্বীকারোক্তি মতে হত্যাকান্ডে ব্যবহৃত ছুরিটি উদ্ধার করা হয়। এছাড়াও মামলার ঘটনার সাথে সংশ্লিষ্টতার অভিযোগে মোঃ দিদার ও শেখ আহমেদ’কে কর্ণফুলী থানাধীন বিভিন্ন স্থান হতে আটক করে পুলিশ ।