চট্টগ্রাম-৮ আসনের সাংসদ মোছলেম উদ্দিনসহ তার পরিবারের ১০ সদস্য করোনা আক্রান্ত হয়েছেন ।
পরিবারে অন্য যারা আক্রান্ত হয়েছেন তাদের মধ্যে তাঁর স্ত্রী, ছেলে নাতিসহ পরিবারের মোট ১০ সদস্য রয়েছেন।
গত ৯ জুন স্বাস্থ্য কর্মীরা তার শহরের বাসা থেকে পরিবারের ১৫ সদস্যের নমুনা সংগ্রহ করেন। নমুনা পরীক্ষায় সাংসদ সহ পরিবারের ১০ সদস্যের দেহে করোনার জীবাণু পাওয়া যায় ।
১০ জুন রাতে চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয় থেকে করোনা আক্রান্তদের রিপোর্ট প্রকাশ হওয়ার পর এ তথ্য জানা যায়।
উল্লেখ্য, চট্টগ্রামে আজ নতুন করে ১০৮ জনের করোনা শনাক্ত হয়েছে। তারমধ্যে চট্টগ্রাম মহানগরীতে আক্রান্তের সংখ্যা ৬০ জন চট্টগ্রামের বিভিন্ন উপজেলায় ৪৮ জন ।
ফৌজদারহাট বিআইটিআইডি, চট্টগ্রাম ভেটেনারি বিশ্ববিদ্যালয়, কক্সবাজার মেডিক্যাল কলেজ হাসপাতাল এবং চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালের নমুনা সংগ্রহের রিপোর্টের ভিত্তিতে এই সংখ্যা জানানো হয় ।
চট্টগ্রামের বিআইটিআইডিতে ১৪৩ টি নমুনা পরীক্ষা করা হয়। তারমধ্যে চট্টগ্রাম মহানগরে ১৫ টি রিপোর্ট পজেটিভ পাওয়া যায় ।
চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাঁসপাতালে ৭২ টি নমুনা পরীক্ষা করা হয় । তারমধ্য মহানগর এলাকার ৩৮ জনের পজেটিভ রিপোর্ট পাওয়া যায়।
চট্টগ্রাম ভেটেনারি বিশ্ববিদ্যালয়ে ১৫০ টি নমুনা পরীক্ষা করা হয় । তারমধ্য চট্টগ্রাম মহানগর এলাকায় ৭ জন এবং চট্টগ্রামের বিভিন্ন উপজেলায় ৪৮ টি পজেটিভ রিপোর্ট পাওয়া যায় ।
প্রসঙ্গত, কিছুদিন আগে বাঁশখালীর সাংসদ মোস্তাফিজুর রহমান পরিবারের ১১ সদস্যসহ করোনা আক্রান্ত হয়েছিলেন ।