চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের বিশেষ অভিযান শুরু

cmp

আসন্ন অনুর্ধ্ব-১৯ বাংলাদেশ বনাম ওয়েষ্ট ইন্ডিজ সিরিজ ও টি-টুয়েন্টি বিশ্বকাপ ক্রিকেট খেলা উপলক্ষ্যে নগরীর আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখার লক্ষ্যে চট্টগ্রাম মেট্রোপলিটন এলাকায় গ্রেফতারী পরোয়ানা তামিল, সন্ত্রাসী গ্রেফতার, অস্ত্র ও মাদকদ্রব্য উদ্ধার, পরিষ্কার পরিচ্ছন্নতা, যানজট নিরসন, সিসি টিভির মাধ্যমে নজরদারি এবং ফুটপাত মুক্ত রাখার লক্ষ্যে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ এক ব্যতিক্রম ধর্মী অভিযান শুরু করেছে।

১০/০১/২০১৬ খ্রিঃ তারিখ বিকাল ০৪.০০ টার সময় চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ কমিশনার জনাব মোহাঃ আবদুল জলিল মন্ডল, বিপিএম মহোদয়ের নেতৃত্বে প্রত্যেক থানার অফিসার ফোর্স ২০টি করে মটরসাইকেল যোগে ১৬ থানার সমগ্র মহানগর এলাকায় মোট ৩২০টি মটরসাইকেল নিয়ে বিশেষ অভিযান শুরু করেন।

তিনি নগরবাসীকে সন্ত্রাসী, অস্ত্র, মাদকদ্রব্য সংক্রান্তে গোপনে পুলিশকে তথ্য দিয়ে সহযোগীতা করার জন্য আহ্বান জানান।

নগরীতে গুরুত্বপূর্ন পয়েন্ট গুলো সিসি ক্যামেরার মাধ্যমে সার্বক্ষনিক নজরদারি এবং মহানগর এলাকায় ব্যাপক গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করা হয়েছে। আবাসিক হোটেল সমূহে আগন্তকদের পূর্ণাঙ্গ তথ্য সংগ্রহ করার জন্য আবাসিক হোটেল মালিকদের প্রতি আহ্বান জানানো হয়েছে।

সুত্র- সিএমপি