চট্টগ্রাম মহানগর বিএনপির সভাপতি হলেন ডা. শাহাদাৎ

shahdat

বিএনপির নতুন নির্বাহী কমিটি ঘোষণার পর চট্টগ্রাম মহানগর বিএনপিরও নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। এতে ডা. শাহাদাৎ হোসেনকে সভাপতি ও আলহাজ আবু সুফিয়ানকেকে সহ-সভাপতি করে ৩ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়েছে।

শনিবার দুপুরে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে এ কমিটি ঘোষণা করেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।এ সময় তিনি বলেন, কয়েকটি পদ বাকি রাখা হয়েছে। এসব পদেও নেতাদের নাম ঘোষণা করা হবে। পাশাপাশি দ্রুতই চট্টগ্রাম মহানগরীর পূর্ণাঙ্গ কমিটির নাম ঘোষণা করা হবে।