চট্টগ্রাম মহানগরের ১৮৫ জনসহ করোনায় নতুন শনাক্ত ২২৯

খুলনায় করোনা আক্রান্ত হয়ে একদিনে ৩৯ জনের মৃত্যু

 

চট্টগ্রামে আজ নতুন করে ২২৯ জনের করোনা শনাক্ত হয়েছে। তারমধ্যে চট্টগ্রাম মহানগরীতে আক্রান্তের সংখ্যা ১৮৫ জন এবং চট্টগ্রামের বিভিন্ন উপজেলায় ৪৪ জন ।

ফৌজদারহাট বিআইটিআইডি, চট্টগ্রাম ভেটেনারি বিশ্ববিদ্যালয়, কক্সবাজার মেডিক্যাল কলেজ হাসপাতাল এবং চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালের নমুনা সংগ্রহের রিপোর্টের ভিত্তিতে এই সংখ্যা জানানো হয় ।

২৮ মে বৃহস্পতিবার, রাতে এই তথ্য প্রকাশ করেন চট্টগ্রাম সিভিল সার্জন ফজলে রাব্বি ।

চট্টগ্রামের বিআইটিআইডিতে আজ নতুন করে ৩৬ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। তারমধ্যে চট্টগ্রাম মহানগরেরই ৩৬ জন।

চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাঁসপাতালে ২৪৫ টি নমুনা পরীক্ষা করা হয় । তারমধ্যে মহানগর এলাকার ১৩২ জন।  চট্টগ্রামের ভিন্ন উপজেলায় ৭ জনের পজেটিভ রিপোর্ট পাওয়া যায়।

চট্টগ্রাম ভেটেনারি বিশ্ববিদ্যালয়ে ১০৬ টি নমুনা পরীক্ষা করা হয় । তারমধ্যে মহানগর এলাকায় ১৭ টি এবং চট্টগ্রামের বিভিন্ন উপজেলায় ২৫ টি পজেটিভ রিপোর্ট পাওয়া যায় ।

কক্সবাজার মেডিক্যাল কলেজ হাপাতালে ২২ টি নমুনা পরীক্ষায় উপজেলায় ১২ টি রিপোর্ট পজেটিভ পাওয়া যায়।