চট্টগ্রামে আজ নতুন করে ২২৯ জনের করোনা শনাক্ত হয়েছে। তারমধ্যে চট্টগ্রাম মহানগরীতে আক্রান্তের সংখ্যা ১৮৫ জন এবং চট্টগ্রামের বিভিন্ন উপজেলায় ৪৪ জন ।
ফৌজদারহাট বিআইটিআইডি, চট্টগ্রাম ভেটেনারি বিশ্ববিদ্যালয়, কক্সবাজার মেডিক্যাল কলেজ হাসপাতাল এবং চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালের নমুনা সংগ্রহের রিপোর্টের ভিত্তিতে এই সংখ্যা জানানো হয় ।
২৮ মে বৃহস্পতিবার, রাতে এই তথ্য প্রকাশ করেন চট্টগ্রাম সিভিল সার্জন ফজলে রাব্বি ।
চট্টগ্রামের বিআইটিআইডিতে আজ নতুন করে ৩৬ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। তারমধ্যে চট্টগ্রাম মহানগরেরই ৩৬ জন।
চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাঁসপাতালে ২৪৫ টি নমুনা পরীক্ষা করা হয় । তারমধ্যে মহানগর এলাকার ১৩২ জন। চট্টগ্রামের ভিন্ন উপজেলায় ৭ জনের পজেটিভ রিপোর্ট পাওয়া যায়।
চট্টগ্রাম ভেটেনারি বিশ্ববিদ্যালয়ে ১০৬ টি নমুনা পরীক্ষা করা হয় । তারমধ্যে মহানগর এলাকায় ১৭ টি এবং চট্টগ্রামের বিভিন্ন উপজেলায় ২৫ টি পজেটিভ রিপোর্ট পাওয়া যায় ।
কক্সবাজার মেডিক্যাল কলেজ হাপাতালে ২২ টি নমুনা পরীক্ষায় উপজেলায় ১২ টি রিপোর্ট পজেটিভ পাওয়া যায়।