চট্টগ্রাম মহানগরীর ১০ জনসহ নতুন করে ৪৯ জনের করোনা শনাক্ত

খুলনায় করোনা আক্রান্ত হয়ে একদিনে ৩৯ জনের মৃত্যু

চট্টগ্রামে আজ নতুন করে মহানগর এলাকায় ১০ জনসহ ৪৯ জনের করোনা শনাক্ত হয়েছে । ফৌজদারহাট বিআইটিআইডি এবং চট্টগ্রাম ভেটেনারি বিশ্ববিদ্যালয়ের নমুনা সংগ্রহের রিপোর্টের ভিত্তিতে এই সংখ্যা জানানো হয় ।

চট্টগ্রামের বিআইটিআইডিতে আজ নতুন করে ২২ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। তার মধ্যে চট্টগ্রামে ১৪ জন। বাকী ৮ জন অন্য জেলার বাসিন্দা।

আজ ১০ মে রবিবার, রাত প্রায় ১১ টা ৪০ মিনিটে চট্টগ্রাম সিভিল সার্জন ফজলে রাব্বি এই তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, ফৌজদারহাটে অবস্থিত বিআইটিআইডি’তে ২১৭ টি নমুনা পরীক্ষা করা হয়।  তারমধ্যে ২২ টি রিপোর্ট পজেটিভ পাওয়া যায়।

চট্টগ্রামের ১৪ পজাটিভ রিপোর্ট পাওয়া রোগীদের মধ্যে সীতাকুন্ডে ১ জন, চন্দনাইশে ১ জন, মীরসরাইতে ১ জন, হাটাজারীতে ১ জন, আগ্রাবাদ ১ জন, হালিশহর ২ জন, নাসিরাবাদ ১ জন, সরাইপাড়া ১ জন, একে খান ১ জন, উত্তর কাট্টলী ১ জন, মুন্সীপাড়া ১ জন, কর্ণেলহাট ১ জন, ফিল্ড হাসপাতাল ১ জন। বাকী ৮ জন অন্য জেলার বাসিন্দা।

অন্যদিকে চট্টগ্রাম ভেটেনারি বিশ্ববিদ্যালয়ে ৯৭ টি নমুনা পরীক্ষা করা হয় । তার মধ্যে ৫৩ টি পজেটিভ রিপোর্ট পাওয়া যায় । এর মধ্যে চট্টগ্রাম জেলায় ৩৫ জন এবং ফেনী জেলায় ৭ জন, লক্ষীপুর জেলায় ৩ জন, ও নোয়াখালী জেলায় ৮ জন।