চট্টগ্রামে সাগরিকা গরু বাজার থেকে চার মলম পার্টির সদস্য আটক

IMG_20150917_212847_775

কর্ণফুলী নিউজঃ চট্টগ্রামে সাগরিকা গরু বাজার থেকে চার মলম পার্টির সদস্যকে আটক করেছে বাজার কর্তৃপক্ষ।

আজ বৃহস্পতিবার রাত ৯ টায়,  সাগরিকা গরু বাজারে কোরবানির পশুর হাটে ফরিদপুর থেকে আগত একজন গরু ব্যবসায়ীর কাছ থেকে টাকা হাতিয়ে নিয়ে যাওয়ার সময় বাজার কর্তৃপক্ষেরর লোকজন তাদের আটক করে। পরে বাজারের ইজারাদার মামুনের কাছে মলম পার্টির সদস্যদের নিয়ে যাওয়া হয়। পরে পাহাড়তলী থানা পুলিশের কাছে তাদের তুলে দেওয়া হয়।