চট্টগ্রামে মহিউদ্দিন চৌধুরী ও নাছিরকে ঘিরে আলোচনা

Mohiuddin & Nasir

চট্টগ্রামে আওয়ামী লীগের দুই শীর্ষ নেতাকে ঘিরে এখন জোর গুঞ্জন। মন্ত্রী হচ্ছেন মহিউদ্দিন চৌধুরী। আর পদমর্যাদা পাচ্ছেন নাছির। গত ১৫ দিন ধরে এমন আলোচনা চট্টগ্রামের সর্বত্র। ঢাকার দুই মেয়র মন্ত্রীর মর্যাদা পাওয়ার পর নাছিরের নাম নেই কেন তা নিয়ে আলোচনা শুরু হয় আওয়ামী লীগে। এক বছর পূর্ণ না হওয়ায় নাছির তাদের সঙ্গে মন্ত্রীর সম্মান পাননি বলে দলের একটি সূত্র জানায়। আগামী ২৫শে জুলাই এক বছর পূর্ণ হলে মর্যাদা বৃদ্ধির ঘোষণা আসতে পারে।
চট্টগ্রাম আওয়ামী লীগের একটি সূত্র জানায়, সিটি করপোরেশন নির্বাচনে মনোনয়ন বঞ্চিত হয়ে অনেকটা একঘরে হয়ে পড়েছিলেন এক সময়ের প্রভাবশালী মেয়র ও বর্তমান আওয়ামী লীগের সভাপতি মহিউদ্দিন চৌধুরী।
মহিউদ্দিন চৌধুরীর ঘনিষ্ঠ নগর আওয়ামী লীগের দুজন নেতা জানান, নিশ্চিত না হয়ে কিছু বলতে পারছি না। তবে তাকে ঢাকায় যেতে বলেছেন হাইকমান্ড। প্রয়োজন ও জরুরি ছাড়া তো তিনি যাবেন না। আজকালের মধ্যে তার ঢাকায় যাওয়ার কথা রয়েছে।
এই বিষয়ে জানতে চাইলে মহিউদ্দিন চৌধুরী বলেন, আমি ফোনের ওপর আছি। সবাই জানতে চাচ্ছে খবরের সত্যতা। আমি বলেছি, দল থেকে যোগাযোগ করলেও এই নিয়ে কোনো সিদ্ধান্ত এখনো পাইনি। তিনি বলেন, নেত্রী শেখ হাসিনা যে সিদ্ধান্ত নেবেন তা আমি মেনে নেবো। মন্ত্রী না হলেও আমার কোনো আফসোস নেই। মানুষের জন্য রাজনীতি করেছি। তাদের ভালোবাসায় বাকি জীকনটা বেঁচে থাকতে চাই। মন্ত্রী হওয়ার লোভ নেই।
এই বিষয়ে মেয়র আজম নাছির উদ্দীন বলেন, ঢাকার দুই মেয়র আমার দুই মাস ২০ দিন আগে দায়িত্বভার গ্রহণ করেছেন। তাদের বিষয়ে প্রধানমন্ত্রী ইতিবাচক সিদ্ধান্ত নিয়েছেন। নিশ্চয় আমার বিষয়েও হয়তো নেবেন। তবে আমি সেসব নিয়ে ভাবছি না। সামনে চট্টগ্রামকে ঢেলে সাজাতে আমার নোটবুকে অনেক কাজ পড়ে রয়েছে।