নগরীর বায়েজিদ থানাধীন আমিন জুট মিলের সামনে বেতন বোনাসের দাবিতে চট্টগ্রাম-হাটহাজারী সড়ক অবরোধ করেছেন জুট মিলের কয়েক’শ শ্রমিক।
এদিকে আবরোধের কারণে, এই সড়কে তীব্র যানজট সৃষ্টি হয়েছে। এতে চরম দুর্ভোগে পড়েছে নগরবাসী।”
বৃহস্পতিবার সকাল ১০টা থেকে সড়ক অবরোধ করে আন্দোলন শুরু করেন শ্রমিকরা।
বিক্ষোভরত শ্রমিকদের সাথে আলাপ আলোচনা করা হচ্ছে, তাদের বেতন -ভাতা পাওয়ার উদ্যোগ নেওয়া হচ্ছে বলে জানান
চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের উপ কমিশনার উত্তর পরিতোষ ঘোষ ।
বায়েজিদ থানার উপরির্দশক (এসআই) মানস বড়ূয়া বলেন, বৃহস্পতিবার সকালে বেতন বোনাসের দাবিতে আমিন জুট মিলের কয়েক’শ শ্রমিক রাস্তায় টায়ার জালিয়ে সড়ক অবরোধ করেন। ৯সপ্তাহ ধরে তাদের বেতন বকেয়া, তাই তারা রাস্তায় নেমে এসে সড়ক অবরোধ করেছেন।
নিউজটির পাঠক সংখ্যা : ২,২০৪