চট্টগ্রাম মহানগরীতে পুলিশের চলন্ত গাড়ি থেকে এক আসামী দৌড়ে পালিয়েছে।
২৭ আগষ্ট শনিবার দুপুর সাড়ে ১২ টার দিকে পাহাড়তলী থানার খুব কাছ থেকে পুলিশের একটি নীল রং এর (সিএমপি- ৭৩) পিকাপ থেকে এই আসামী পলায়নের ঘটনা ঘটে। এসময় আশেপাশের লোকজন ঘটনাটি দেখে বিস্ময় প্রকাশ করেছে বলে সুত্র জানিয়েছে।
এ বিষয়ে পাহাড়তলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রঞ্জিত কুমার বড়ুয়ার কাছে জানতে চাইলে তিনি কর্ণফুলী নিউজকে বলেন “পাহাড়তলী থানার পুলিশের গাড়ি থেকে এমন কোন ঘটনা ঘটেনি কারণ ব্লু কালারের কোন গাড়ি এ সময় ঘটনাস্থলে দায়িত্ব পালনে ছিলনা তবে যেহেতু পাশে আকবরশাহ থানা তাই আকবরশাহ থানার পুলিশের গাড়ি থেকে এমন ঘটনা ঘটতে পারে”
এ বিষয়ে আকবরশাহ থানায় যোগাযোগ করা হলে তারা বিষয়টি খবর নিয়ে দেখছেন বলে কর্ণফুলী নিউজকে নিশ্চিত করেছেন।
নিউজটির পাঠক সংখ্যা : ৩৭৩