চট্টগ্রামে পুলিশের গাড়ি থেকে আসামির পলায়ন

স্কুলে বিয়ে অনুষ্ঠানের অনুমতি না দেওয়ায় প্রধান শিক্ষককে প্রাণনাশের হুমকি, যুবদল নেতা গ্রেপ্তার

Chittagong

চট্টগ্রাম মহানগরীতে পুলিশের চলন্ত গাড়ি থেকে এক আসামী দৌড়ে পালিয়েছে।

২৭ আগষ্ট শনিবার দুপুর সাড়ে ১২ টার দিকে পাহাড়তলী থানার খুব কাছ থেকে পুলিশের একটি নীল রং এর (সিএমপি- ৭৩)  পিকাপ থেকে এই আসামী পলায়নের ঘটনা ঘটে। এসময় আশেপাশের লোকজন ঘটনাটি দেখে বিস্ময় প্রকাশ করেছে বলে সুত্র জানিয়েছে।

এ বিষয়ে পাহাড়তলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রঞ্জিত কুমার বড়ুয়ার কাছে জানতে চাইলে তিনি কর্ণফুলী নিউজকে বলেন “পাহাড়তলী থানার পুলিশের গাড়ি থেকে এমন কোন ঘটনা ঘটেনি কারণ ব্লু কালারের কোন গাড়ি এ সময় ঘটনাস্থলে দায়িত্ব পালনে ছিলনা তবে যেহেতু পাশে আকবরশাহ থানা তাই আকবরশাহ থানার পুলিশের গাড়ি থেকে এমন ঘটনা ঘটতে পারে”

এ বিষয়ে আকবরশাহ থানায় যোগাযোগ করা হলে তারা বিষয়টি খবর নিয়ে দেখছেন বলে কর্ণফুলী নিউজকে নিশ্চিত করেছেন।