চট্টগ্রামে নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে ৩ জন।
চচট্টগ্রাম বিআইটিআইডি ল্যাবে ১০০ টি নমুনা পরিক্ষা করে মঙ্গলবার নতুন আরো ৪ জন করোনা আক্রান্ত রোগী সনাক্ত হয়েছেন। এর মধ্যে ৩ জন চট্টগ্রাম নগরের বাসিন্দা। সব মিলিয়ে চট্টগ্রামে এখন মোট করোনা রোগীর সংখ্যা বেড়ে হলো ৬৭ জনে।
রাত সাড়ে ৯ টার দিকে বিষয়টি নিশ্চিত করেছেন চট্টগ্রামের সিভিল সার্জন সেখ ফজলে রাব্বি।
তিনি বলেন, “বিআইটিআইডিতে আজ ১০০ টি নমুনা পরিক্ষা করা হয়েছে। এর মধ্যে ৬ টি নমুনা পজেটিভ হয়েছে। এর মধ্যে দুই জন পুরোনো রোগী। তিনজন নগরের বায়েজিদ বোস্তামী থানা, নগরের দামপাড়া পুলিশ লাইন্স ও বিএনএস পতেঙ্গা এলাকার বাসিন্দা। বাকি একজন লক্ষ্মীপুরের বাসিন্দা।”
নিউজটির পাঠক সংখ্যা : ৬৮৭