চট্টগ্রাম মহানগরীর শোলশহরে ২ নম্বর গেট এলাকায় ট্রেনের ধাক্কায় একটি বাস চুরমার হয়ে গেছে। এতে এক শিশু নিহত ও অন্তত ১৫ জন আহত হয়েছেন।
সোমবার (১৬ মে) সকাল ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে। এ দুর্ঘটনায় নিহতের সংখ্যা বাড়তে পারে বলে জানিয়েছেন স্থানীয়রা।
চট্টগ্রাম জিআরপি থানার ওসি হিমাংশু দাশ রানা বলেন, ‘২ নম্বর গেট এলাকায় হাটহাজারী বিদ্যুৎ কেন্দ্রে ফার্নেস অয়েল নিয়ে যাওয়া ওয়াগনের সঙ্গে যাত্রীবাহি বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এ ঘটনার এক শিশু নিহত হয়েছে।’
নিউজটির পাঠক সংখ্যা : ৩৬৯