চট্টগ্রামে ট্রেনে কাটা পড়ে যুবকের মৃত্যু

স্কুলে বিয়ে অনুষ্ঠানের অনুমতি না দেওয়ায় প্রধান শিক্ষককে প্রাণনাশের হুমকি, যুবদল নেতা গ্রেপ্তার

Chittagong

চট্টগ্রাম নগরীর কোতোয়ালী থানার কদমতলী সিগন্যাল কেবিনের সামনে ৭ নম্বর লাইনে ট্রেনে ‍কাটা পড়ে এক যুবক নিহত হয়েছেন। সোমবার সকাল সাড়ে ১০টায় নিহতের লাশ উদ্ধার করে পুলিশ।

নিহত যুবকের আনুমানিক বয়স ২৫ বছর।  তবে তার পরিচয় নিশ্চিত করতে পারেনি পুলিশ।

চট্টগ্রাম রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হিমাংশু দাশ রানা বলেন, লোকজনের কাছ থেকে খবর পেয়ে সকাল সাড়ে ১০টার দিকে ট্রেনে কাটা পড়া এক যুবকের লাশ উদ্ধার করা হয়েছে।  যুবকটির পরিচয় পাওয়া যায়নি।  তবে অপমৃত্যু মামলা নিয়ে লাশটি ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানো হয়েছে।