চট্টগ্রামে করোনা আক্রান্তের সংখ্যা ৩ হাজার ছাড়িয়েছে

স্কুলে বিয়ে অনুষ্ঠানের অনুমতি না দেওয়ায় প্রধান শিক্ষককে প্রাণনাশের হুমকি, যুবদল নেতা গ্রেপ্তার

 

চট্টগ্রাম জেলা করোনা রোগীর সংখ্যা তিন হাজার ছাড়ালো।

গত ২৪ ঘণ্টায় ৮ চিকিৎসকসহ চট্টগ্রামে আরও ২০৮ জনের করোনা পজিটিভ হয়েছে। এ নিয়ে চট্টগ্রামে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ৩ হাজার ১৯১ জনে।

এই তথ্য নিশ্চিত করে চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয়।

উল্লেখ্য, ১ জুন সোমবার কক্সবাজার মেডিক্যাল কলেজসহ চট্টগ্রামের তিন ল্যাবে ৬৩১টি নমুনা পরীক্ষা করা হয়। এদের মধ্যে ২০৮ জন করোনা পজিটিভ হিসেবে শনাক্ত হয়।

তিনি আরও জানান, বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল অ্যান্ড ইনফেকশাস ডিজিজেজ (বিআইটিআইডি) ২১২টি, চট্টগ্রাম মেডিক্যাল কলেজে ২৬১টি, চট্টগ্রাম ভেটেরিনারি অ্যান্ড অ্যানিমেল সায়েন্সেস বিশ্ববিদ্যালয়ে (সিভাসু) ১৫৩টি এবং কক্সবাজার মেডিক্যাল কলেজে ৫টি নমুনা পরীক্ষা করা হয়।

এসব নমুনা পরীক্ষায় বিআইটিআইডিতে ৪৭ জন, চমেকে ১০১ জন, সিভাসুতে ৫৮ জন এবং কক্সবাজার মেডিক্যাল কলেজের ল্যাবে ২ জন শনাক্ত হন। এদের মধ্যে ১৪২ জন চট্টগ্রাম নগর এবং ৬৩ জন জেলার বিভিন্ন উপজেলার বাসিন্দা।