আবদুল্লা ইয়ামুন (১৪) নামের এক স্কুলছাত্র নিখোজ হয়েছে। তিনি এ এল খান উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্র।
ইয়ামুনের পিতার নাম মোহাম্মদ ইয়াকুব। ঠিকানা -ছালেহ আহমেদ চৌধুরীর পূর্ব বাড়ি, ওসমানীয়া পুলের গুডা, চর রাঙ্গামাটিয়া, মোহরা, চান্দাগাঁও, চট্টগ্রাম
নিখোজ ইয়ামুনের পরিবার সূত্রে জানা গেছে, গত ২০ আগষ্ট শনিবার সকাল সাড়ে সাতটার দিকে নিজ বাসা থেকে বের হওয়ার পর আর ফিরে আসেনি । এরপর বিভিন্ন দিকে খোজ নিয়ে তার সন্ধান পাওয়া যায়নি।
পরে স্বজনরা গত ২১ আগষ্ট নগরীর চান্দাগাঁও থানায় সাধারণ ডায়রি (জিডি-নং: ১১১৭) করেন এবং ইয়ামুন কে খুজে পাওয়ার জন্য পুলিশের সহযোগীতা চেয়েছেন ।
নিউজটির পাঠক সংখ্যা : ৬৩০