আক্রান্ত হয়েছে ব্যাংকের এক কর্মকর্তা অথচ ব্যাংকের শাখা লকডাউনে পুলিশকে বাধা দিচ্ছে ব্যবস্থাপনা কর্তৃপক্ষ।
জানা গেছে, আগ্রাবাদ এলাকার এক ব্যাংক কর্মকর্তা করোনা আক্রান্ত হয়েছেন। নিয়মানুসারে ব্যাংক শাখাটি লকডাউন করার কথা থাকলেও ব্যবস্থাপনা কৃর্তপক্ষ বলছে লকডাউন করা যাবেন।।
খবর পেয়ে চট্টগ্রাম নগরীর ডবলমুরিং থানার পুলিশ নিয়ম অনুযায়ী ব্যাংকে গেলে তাদের সাথে অসৌজন্যমূলক আচরণ করে ব্যাংক কর্তৃপক্ষ।
গত বুধবার ওই ব্যাংক কর্মকর্তার করোনাভাইরাস শনাক্তের রিপোর্ট পাওয়া গেছে।
ডবলমুরিং থানা সূত্র জানা গেছে, থানা থেকে দুই দফায় গিয়ে ব্যাংকের শাখাটি লকডাউন করা সম্ভব হয়নি, ব্যাংকের ব্যবস্থাপককে বার বার অনুরোধ জানিয়েও লকডাউন করা যায়নি।
পুলিশ বলছে তারা দুদিন দেখবে। কর্তৃপক্ষ লকডাউনের ব্যাপারে সিদ্ধান্ত না নিলে রোববার থেকে ব্যাংকের সামনে পুলিশ পাহারা থাকবে। যাতে কোন মানুষ ঢুকতে আর বের হতে না পারে।