কর্নফুলী নিউজঃ চট্টগ্রাম মহানগরীর পাহাড়তলী থানার মুর্গির ফার্ম এলাকায় অভ্যান্তরীন কোন্দলের জেরে সাইদুল (২৫) নামের এক ব্যক্তিকে খুন করা
হয়েছে।
এই ব্যপারে পাহাড়তলী থানার ওসি আজিজুর রহমান বলেন, আজ শুক্র বার দুপুর ১ টায় মুর্গির ফার্মের তারা পুকুর এলাকায় জবাই করে সাইদুলকে হত্যা করা হয়। তিনি আরো বলেন নিহত সাইদুল ওই এলাকার জমির উদ্দিনের পুত্র। এলাকায় বিভিন্ন অপকর্মের সাথে সে জড়িত ছিল হয়ত এসমস্ত ভাগ বাটোয়ারা অথবা আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এই হত্যাকান্ড ঘটতে পারে। নিহত সাইদুলের নামে পাহাড়তলী থানায় ৭ টি মামলা রয়েছে এছাড়া সে বিএনপি জামায়াতের রাজনিতির সাথ যুক্ত ছিল। লাশ উদ্ধার করে তদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এই প্রতিবেদন তৈরী করা পর্যন্ত মামলা রজ্জু করার প্রকৃয়া চলছে।
নিউজটির পাঠক সংখ্যা : ২,১৮০