চট্টগ্রামের রাস্তার অবস্থা দেখে আমি সত্যিই খুব দুঃখ পেলামঃ প্রধানমন্ত্রী

চট্টগ্রাম মহানগরীতে সুপেয় পানির সরবরাহ নিশ্চিত করতে ১৪ কোটি ৩০ লাখ লিটার পানি শোধন ক্ষমতা সম্পন্ন ট্রিটমেন্ট প্ল্যান্টের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বুড়িগঙ্গার মতো কর্ণফুলী যেন দূষিত না হয়, সেজন্য সিটি করপোরেশনকে কার্যকর ব্যবস্থা নেয়ার তাগিদ দেন তিনি। শনিবার বিকেলে প্ল্যান্টটির উদ্বোধন করেন প্রধানমন্ত্রী।

এ সময় তিনি নগরীর বেশকিছু রাস্তাঘাট, অবকাঠামোসহ বিভিন্ন স্থাপনার জরাজীর্ণ অবস্থার জন্য কারা দায়ী তা খুঁজে বের করতে সংশ্লিষ্টদের নির্দেশ দেন।

প্রধানমন্ত্রী বলেন, ‘যে রাস্তা দিয়ে আসলাম সেই রাস্তার অবস্থা দেখে আমি সত্যিই খুব দুঃখ পেলাম। আমি ঠিক জানি না, এই রাস্তার এই দুরবস্থা কেনো। এখানে কয়েকটি ব্রিজ, বড় বড় গর্ত খুড়ে রাখা হয়েছে ব্রিজের কাজ সম্পন্ন হয়নি। আমি মেয়র সাহেবকে জিজ্ঞাসা করলাম, এটা তো এলজিইডি এবং সিটি করপোরেশনের করার কথা। তারাই দায়িত্ব নিয়েছে। কিন্তু এই দেরিটা কেন হচ্ছে সেটা অবশ্যই খুঁজে বের করতে হবে। আমরা চাই না চট্টগ্রামের মতো এতো গুরুত্বপূর্ণ জায়গায় রাস্তাঘাটের এমন দুরবস্থা থাক। এটা কার গাফিলতি সেটা আমি জানতে চাই।’