গুলশান হামলাকারীদের ছবি প্রকাশ করেছে পুলিশ

gulshan

গুলশানের হলি আর্টিজান রেস্টুরেন্টে পাঁচ হামলাকারী জঙ্গির ছবি বিতর্কিত মার্কিন ওয়েবসাইট সাইট ইন্টেলিজেন্স প্রকাশের ঘণ্টাখানেক পর নিহত ওই হামলাকারীদের ছবি প্রকাশ করলো পুলিশ।

শনিবার রাত ১০টা ৫২ মিনিটে পুলিশ সদরদপ্তর থেকে গণমাধ্যমে ছবিগুলো পাঠানো হয়েছে।

ছবিগুলোর সাথে সাইট ইন্টেলিজেন্সে প্রকাশিত ছবিগুলোর কিছুটা মিলও পাওয়া যাচ্ছে।

সাইট ইন্টেলিজেন্সে প্রত্যেকটি ছবির নিচে আরবিতে তাদের নাম লেখা আছে। নামগুলো হলো- আবু উমর আল, আবু সালমা আল, আবু রহিম আল, আবু মুসলিম আল, আবু মুহারিব আল ।

শুক্রবার রাত হামলার কয়েক ঘণ্টা কয়েক পরই দায় স্বীকার করে আইএস। আমাক এর বরাত দিয়ে এমন তথ্যই জানায় বিতর্কিত মার্কিন ওয়েবসাইট সাইট ইন্টেলিজেন্স।