গুলশানে বিজিবি’র সাথে অভিযানে আসতে পারে সেনাবাহিনীর বিশেষ ইউনিট

BGB

গুলশানের অবরুদ্ধ রেস্টুরেন্টে অভিযান চালানোর ব্যাপারে এখনো কোন সিদ্ধান্ত গণমাধ্যমকে জানানো হয়নি। তবে বিজিবি’র সাথে অভিযানে অংশ নিতে আসতে পারে সেনাবাহিনীর বিশেষ ইউনিট ।

ইতিমধ্যে অফিসার ইনচার্জ (ওসি) সালাউদ্দিন নিহত হয়েছেন। আহত হয়েছে ১০ পুলিশ। পুলিশের এডিসি আহাদুল ইসলামসহ দুই পুলিশ সদস্য আহত হয়েছেন বলে প্রাথমিক জানা গেছে।পুলিশের বিশেষ টিম সোয়াত, র‌্যাব, বিজিবি সদস্যরা সেখানে অবস্থান করছেন। টেলিভিশনের মাধ্যমে এ খবর জানা যায়।

জানা গেছে, রেস্টুরেন্টে ২০জন বিদেশিসহ বেশ কিছু মানুষ অবরুদ্ধ হয়ে আছে। অস্ত্রধারীদের হামলায় বনানী থানার অফিসার ইনচার্জ (ওসি) সালাউদ্দিন নিহত হয়েছেন। আহত হয়েছে ১০ পুলিশ। গুলশান জোনের সহকারী কমিশনার (এসি) শিবলী নোমান গণমাধ্যমকে বিষয়টি জানিয়েছেন।

তিনি জানান, ওই রেস্টুরেন্টে গোলাগুলির সময় তিনি বুকে গুলিবিদ্ধ হন। গুরুতর অবস্থায় ইউনাইটেড হাসপাতালে নেয়া হয় তাকে। সেখানেই তিনি মৃত্যুবরণ করেন।

ঘটনাস্থলে র‌্যাবের ডিজি বেনজির আহমেদ, র‌্যাব, পুলিশ, বিজিবির ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত রয়েছেন।