নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ার চেয়ারম্যান ঘাট এলাকায় ডাকাত সন্দেহে ‘গণপিটুনি’তে ৪ ব্যক্তি নিহত হয়েছে। এ সময় আরো দুই ডাকাত ও তিন পুলিশসদস্য আহত হয়। শুক্রবার দিবাগত মধ্যরাতে এ ঘটনা ঘটে। তবে নিহত ও আহত ব্যক্তিদের পরিচয় জানা যায়নি।
হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনিসুল হক জানান, শুক্রবার রাতে একটি বোটে করে ৮-১০ জনের এক ডাকাতদল রামদাসহ দেশীয় অস্ত্র নিয়ে ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল। এসময় ঘাট এলাকায় কর্মরত স্থানীয় লোকজনের সন্দেহ হয়। পরে স্থানীয়রা একত্রিত হয়ে ডাকাতদলকে ধাওয়া করে গণপিটুনি দেয়।
‘এতে ঘটনাস্থলেই ৪ ডাকাতের মৃত্যু হয়। গুরুতর আহত হয় দুইজন। অন্যরা পালিয়ে যায়।’
নিউজটির পাঠক সংখ্যা : ৩০৯