করোনা চিকিৎসায় কার্যকর পাঁচটি ওষুধ আবিষ্কারের দাবি করেছে ইরান ।
আগামী কয়েক সপ্তাহ’র মধ্যে একটি ওষুধ বাজারে ছাড়া হবে বলেও জানানো হয়েছে।
গোটা বিশ্ব করোনার প্রতিষেধক তৈরির চেষ্টা চালাচ্ছে। যদিও এখনও সেই অর্থে কোনও ফল পাওয়া যায়নি। তবে কিছুটা হলেও আশার আলো দেখাচ্ছে অক্সফোর্ডের একটি গবেষণা।
গোটা বিশ্বই এখন সেদিকেই তাকিয়ে। আর এরই মধ্যে একটি নয়, একেবারে পাঁচটি ওষুধ আবিষ্কারের দাবি তেহরানের।
শনিবার ইরানের প্রেসিডেন্ট ড. হাসান রুহানি এমনই চাঞ্চল্যকর তথ্য জানিয়েছেন সে দেশের সরকারি সংবাদমাধ্যমকে।
এদিন তেহরানে করোনা প্রতিরোধ বিষয়ক জাতীয় টাস্কফোর্সের বৈঠকে রুহানি বলেন,করোনা চিকিৎসায় কার্যকর ওষুধ তৈরির ক্ষেত্রে দেশে অনেক ভালো কাজ হয়েছে।
আগামী কয়েক সপ্তাহ’র মধ্যে একটি ওষুধ বাজারে ছাড়া হবে। করোনার টিকা তৈরির লক্ষ্যে ইরানি গবেষকদের অব্যাহত প্রচেষ্টার প্রতি ইঙ্গিত করে তিনি বলেন, আশা করছি এক্ষেত্রেও সাফল্য আসবে।
অন্যদিকেম ইরানের স্বাস্থ্যমন্ত্রী সাইদ নামাকি জানিয়েছিলেন, করোনাভাইরাসের টিকা তৈরির কাজে বেশ অগ্রগতি হয়েছে।
প্রাণীর ওপর করোনাভাইরাসের সম্ভাব্য টিকার পরীক্ষার সাফল্যের সঙ্গে সম্পন্ন হয়েছে। খুব শিগগিরই তা পরীক্ষামূলকভাবে মানব দেহে প্রয়োগ করা হবে।
এছাড়া ইরানের ৫৭টি গবেষক দল করোনাভাইরাসের ওষুধ তৈরির জন্য কাজ করছেন বলে তিনি জানান। গোটা বিশ্বকে গ্রাস করেছে করোনা। ক্রমশ বাড়ছে সংক্রমণের আশঙ্কা।
কয়েক মিলিয়ান মানুষ মারণ ভাইরাসে আক্রান্ত। ইরানেও ক্রমশ বাড়ছে সংক্রমণ। সে দেশেও কয়েক লক্ষ মানুষ করোনায় আক্রান্ত।
যদিও ইরানের বিরুদ্ধে তথ্য গোপন করার অভিযোগ রয়েছে।
অন্যদিকে, রবি পেরিয়ে সোমবারেই আসতে চলেছে সুখবরটি। করোনাভাইরাসের যম অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের টিকার আনুষ্ঠানিক আত্মপ্রকাশ হওয়ার সম্ভাবনা প্রবল।
করোনা প্রতিরোধক ওষুধ ও টিকা নিয়ে দুনিয়া জুড়ে গবেষণা চলছে। এর মধ্যে রাশিয়া এবং ইংল্যান্ডের গবেষকরা অনেকটা এগিয়ে। দুই দেশই টিকা বের করার দাবি রেখেছে।
এতে স্বস্তি এলেও টিকার আনুষ্ঠানিক আত্মপ্রকাশ হয়নি।
অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের করোনাভাইরাসের ভ্যাকসিন মানবদেহে প্রথম ধাপের পরীক্ষার ফল সোমবার প্রকাশিত হবে। রয়টার্স, বিবিসি এই খবর জানিয়েছে।
রিপোর্টে বলা হয়েছে, অক্সফোর্ডের ভ্যাকসিনটির এরই মধ্যে বৃহত্তর আকারে মানব দেহে পরীক্ষার দ্বিতীয় ধাপ শুরু হয়েছে।
এই ধাপে ভ্যাকসিনটি করোনার বিরুদ্ধে সুরক্ষা কতটা দেবে তা দেখবেন গবেষকরা। তবে টিকার প্রথম ধাপের পরীক্ষার ফল প্রকাশ করা হয়নি।
মনে করা হচ্ছে টিকার প্রাথমিক পরীক্ষার ফল ও আনুষ্ঠানিক আত্মপ্রকাশ হবে আজ সোমবার।