করোনাভাইরাসের সংক্রমণের আশংকায় আইসোলেশনে গেছেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক (ডিজি) অধ্যাপক ডা. আবুল কালাম আজাদ। করোনাভাইরাসের মতো উপসর্গ দেখা দেয়া নিজ বাসায় তিনি আইসোলেশনে রয়েছেন।
আজ ১২ মে, মঙ্গলবার দুপুরে ডা আজাদ নিজেই এ গণমাধ্যমকর্মীদের এ তথ্য জানান। করোনার বিষয়টি নিশ্চিত হতে তার নমুনা পরীক্ষার প্রক্রিয়া চলছে বলেও জানান তিনি।
বর্তমানে করোনাভাইরাসের মতো উপসর্গ নিয়ে নিজ বাসায় আইসোলেশনে রয়েছেন ডা. আবুল কালাম আজাদ।
ইতিমধ্যেই তার পরিবারের একজন সদস্যের নমুনা পরীক্ষার ফলাফলে করোনা শনাক্ত হয়েছে বলেও নিশ্চিত করেছেন তিনি।
নিউজটির পাঠক সংখ্যা : ৪৪৩