করোনায় আক্রান্ত নাজির উদ্দিন নামের আরো এক পুলিশ সদস্যের মৃত্যু হয়েছে। তিনি পুলিশের বিশেষ শাখার (এসবি) উপ পরিদর্শক হিসিবে কর্মরত ছিলেন।
১ মে শুক্রবার, রাজারবাগ পুলিশ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা গেছেন।
হাসপাতাল ও পুলিশ সুত্রে জানা গেছে, নাজির উদ্দিন (৫৫) গত ২৫ এপ্রিল করোনায় আক্রান্ত হয়ে হাস্পাতালে ভর্তি হন। তিনি এজমা সমস্যায় ভুগছিলেন। শুক্রবার সকাল ৮ টায় তিনি মারা যান।
নাজির উদ্দিনের বাড়ি পাবানা জেলার ভাংগুরা গ্রামে। তিনি ১৯৮৫ সালের ২৫ সেপ্টেম্বর বাংলাদেশ পুলিশ বাহিনীতে যোগ দেন।
করোনায় আক্রান্ত হওয়ার আগ পর্যন্ত মৃত নাজির উদ্দিন এসবির প্রতিরক্ষা শাখায় কর্মরত ছিলেন।
এ পর্যন্ত বাংলাদেশ পুলিশের ৪ সদস্য করোনায় আক্রান্ত হয়ে মৃত্যু বরণ করেছেন।
নিউজটির পাঠক সংখ্যা : ৩৭১