করোনামুক্ত হয়ে হাসপাতাল ছাড়লেন ঐশ্বর্যা ও আরাধ্যা । সোমবার টুইট করে জানিয়েছেন অভিষেক বচ্চন।
গত দশদিন ধরে নানাবতী হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন মা-মেয়ে।
১২ জুলাই উপসর্গহীন সংক্রমণ ধরা পড়ে মা-মেয়ের। তারপর থেকে হোম আইসোলেশনে রাখা হয়েছিল এই দুই জনকে।
কিন্তু ১৯ জুলাই ঐশ্বর্যার উপসর্গ ধরা পড়ায় তাঁকে স্থানান্তরিত করা হয়েছিল নানাবতী হাসপাতালে।
এদিন হাসপাতাল থেকে ছাড়া পেয়ে অমিতাভ-অভিষেকের জলসা বাংলোয় গিয়েছেন ঐশ্বর্যা-আরাধ্যা।
সেখানেই দুই সপ্তাহ হোম আইসোলেশনে থাকতে হবে তাঁদের। যদিও এখনও নানাবতীতে চিকিৎসাধীন অমিতাভ ও অভিষেক বচ্চন।
১১ জুলাই সংক্রমণ ধরা পড়ে অমিতাভ ও অভিষেক বচ্চনের। সেদিনই সিনিয়র ও জুনিয়র বচ্চনকে স্থানান্তরিত করা হয় নানাবতী হাসপাতালে।
তার পরের দিন সংক্রমণ ধরা পড়ে ঐশ্বর্য ও আরাধ্যা বচ্চনের। প্রথম একসপ্তাহ মা-মেয়েকে হোম আইসোলেশনে রাখা হয়েছিল।
কিন্তু ১৯ জুলাই ঐশ্বর্যার অবস্থা খারাপ হয়। দেখা যায় করোনা উপসর্গ। তাই ঝুঁকি না নিয়ে এই দু’জনকে স্থানান্তরিত করা হয়েছিল নানাবতী হাসপাতালে। পরে করোনামুক্ত হয়ে হাসপাতাল ছাড়লেন ঐশ্বর্যা ও আরাধ্যা । সূত্র – এনডিটিভি ।