কটিয়াদীতে ছড়িয়ে পড়েছে চেয়ারম্যানের অবৈধ সম্পর্কের ভিডিও : গ্রেফতারের পর কারাবাস

420 কিশোরগঞ্জে ইউনিয়ন তথ্য  সেবাকেন্দ্রের এক নারী  উদ্যোক্তার সঙ্গে অবৈধ  সম্পর্কের ভিডিও চিত্র  উপজেলাজুড়ে ছড়িয়ে দেয়ায়  কটিয়াদী উপজেলার মসুয়া  ইউনিয়ন পরিষদের  চেয়ারম্যান আবু বকর  ছিদ্দিককে গ্রেফতারের পর আদালতের মাধ্যেমে কারাগারে পাঠানো হয়েছে।
সোমবার দুপুরে কিশোরগঞ্জের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট এসএম রাজিবুল হাসান ওই ইউপি চেয়ারম্যানের জামিন আবেদন না-মঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। পরে তাকে কিশোরগঞ্জ জেলা কারাগারে নিয়ে যাওয়া হয়। এর আগে গত ২৫শে মে ইউপি চেয়ারম্যান আবু বকর ছিদ্দিকের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে আদালত।
মামলার বিবরণে জানা যায়, মসুয়া ইউপি চেয়ারম্যান আবু বকর ছিদ্দিক ওই ইউনিয়নের এক নারী উদ্যোক্তার সাথে অশ্লীল ভিডিও চিত্র ধারণ করে তা এলাকায় ছড়িয়ে দেন। এ ঘটনায় গত ১৯শে মার্চ জনস্বার্থে সিরাজুল ইসলাম প্রধান নামে এক ব্যাক্তি তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইনে কটিয়াদী থানায় মামলা (নং-২৪(৩)১৫) দায়ের করেন। এ মামলায় ইউপি চেয়ারম্যান গত ২০শে এপ্রিল হাইকোর্ট থেকে ৪ সপ্তাহের অন্তর্বর্তীকালীন জামিন লাভ করেন। জামিনের মেয়াদ শেষে আদালতে হাজির না হওয়ায় গত ২৫শে মে তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়। এ অবস্থায় সোমবার দুপুরে আদালতে হাজির হয়ে তিনি জামিনের আবেদন করেন। শুনানি শেষে বিচারক এসএম রাজিবুল হাসান জামিন আবেদন না-মঞ্জুর করে চেয়ারম্যান আবু বকর ছিদ্দিককে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।