কক্সবাজারে বিমান বিধ্বস্ত, পাইলটের মরদেহ উদ্ধার

plane

কক্সবাজারে নাজিরাটেক সমুদ্র পয়েন্ট এলাকায় একটি বেসরকারি কার্গোবিমান বিধ্বস্ত হয়েছে। ফায়ার সার্ভিস ও প্রশাসন পাইলট মুরাদের লাশ উদ্ধার করলেও এ ঘটনায় ৩ কার্গো আরোহী নিখোঁজ রয়েছেন বলে প্রাথমিকভাবে জানা গেছে।

৯ মার্চ বুধবার, সকালে নাজিরাটেক সমুদ্রপয়েন্টে বিসমিল্লাহ এয়ারলাইন্সে পোনাবাহী কার্গোবিমানটি বিধ্বস্ত হয়। ফায়ার সার্ভিসের স্টেশন ইনচার্জ আবদুল মজিত এ তথ্য জানিয়েছেন। তিনি বলেন, খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলের উপস্থিত হয়ে উদ্ধার তৎপরতা চালিয়ে যাচ্ছে।