ওয়ার্ড পর্যায়ে নেতাকর্মীদের নিয়ে ত্রাণ কমিটি গঠনে নগর আ. লীগের নির্দেশ

চট্টগ্রাম মহানগর, থানা ও ওয়ার্ড আওয়ামী লীগের নেতাকর্মীদের নিয়ে পৃথক ত্রাণ কমিটি গঠনের জন্য কেন্দ্র থেকে নির্দেশ দেয়া হয়েছে। কেন্দ্র থেকে চিঠি পাওয়ার পর মহানগর আওয়ামী লীগ সভা করে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে । সভায় আগামী তিন দিনের মধ্যে মহানগর আওয়ামী লীগসহ ওয়ার্ড পর্যায়ে নেতাকর্মীদের নিয়ে ত্রাণ কমিটি গঠনের জন্য নির্দেশ দিয়েছেন নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীন।

এই ব্যাপারে ওয়ার্ডের নেতাদের কাছে মহানগর আওয়ামী লীগের চিঠি গেছে বলে জানা গেছে। চিঠিতে বলে হয়েছে, প্রতিটি কমিটিতে (মহানগর, থানা ও ওয়ার্ড) আহ্বায়ক হবেন দলের সভাপতি, সদস্য সচিব হবেন দলের সাধারণ সম্পাদক। কমিটির সকলে এবং সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের সভাপতি-সাধারণ সম্পাদক সদস্য থাকবেন। গত ১ মে মহানগর আওয়ামী লীগের কার্যকরী কমিটির জরুরি সভা অনুষ্ঠিত হয়। সভায় মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দীন ঢাকা থেকে দলের পাঠানো চিঠির বিষয়বস্তু তুলে ধরেন এবং মহানগরসহ প্রতিটি ওয়ার্ডের অঙ্গ ও সহযোগী সংগঠনসহ সর্বস্তরের নেতাকর্মীদের নিয়ে ওয়ার্ড ত্রাণ কমিটি গঠন পূর্বক আগামী ৩ দিনের মধ্যে মহানগর আওয়ামী লীগের দপ্তরে প্রেরণের আহ্বান জানান।

মেয়র বলেন, আমরা এখন পর্যন্ত ১৫টি ওয়ার্ডে তৃণমূল নেতাকর্মীদের মাঝে ভোগ্যপণ্য উপহার সামগ্রী প্রদান সম্পন্ন করেছি। পর্যায়ক্রমে নগরীর ৪১ ওয়ার্ডের নেতাকর্মীদের মাঝে এই উপহার সামগ্রী বিতরণ করা হবে। তিনি বলেন, প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা জীবনের মায়া উপেক্ষা করে প্রাণঘাতী করোনাভাইরাস প্রতিরোধে দিন-রাত মানুষের সেবায়
নিরলস কাজ করে যাচ্ছেন। আমরাও আদর্শিক কর্মী হিসেবে তাঁর নির্দেশনায় চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগ তৃণমূল নেতাকর্মীদের মাঝে উপহার সামগ্রী বিতরণ করছি।

সভাপতির বক্তব্যে মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মাহতাব উদ্দিন চৌধুরী বলেন, আওয়ামী লীগের নেতাকর্মীরা যেকোনো দুর্যোগ মোকাবেলায় অবদান রেখেছেন। এবারও তার ব্যতিক্রম নয়। তিনি বলেন, অত্যন্ত দ্রুততার সাথে প্রধানমন্ত্রী দেশব্যাপী ত্রাণ সহায়তা পৌঁছে দিয়েছেন। তা অনুসরণ করে মহানগর আওয়ামী লীগের নেতাকর্মীরা আজ ওয়ার্ড পর্যায়ে তৃণমূল নেতাকর্মীদের মাঝে উপহার সামগ্রী তুলে দিচ্ছেন।

কার্যনির্বাহী কমিটির সভায় উপস্থিত ছিলেন সহসভাপতি অ্যাডভোকেট ইব্রাহিম হোসেন চৌধুরী বাবুল, খোরশেদ আলম সুজন, আলতাফ হোসেন চৌধুরী বাচ্চু, যুগ্ম সাধারণ সম্পাদক ও মেয়র প্রার্থী রেজাউল করিম চৌধুরী, সাংগঠনিক সম্পাদক নোমান আল মাহমুদ, শফিক আদনান, চৌধুরী হাসান মাহমুদ হাসনী, প্রচার ও প্রকাশনা সম্পাদক শফিকুল ইসলাম ফারুক, দপ্তর সম্পাদক হাসান মাহমুদ শমসের, আইন সম্পাদক অ্যাডভোকেট শেখ ইফতেখার সাইমুল চৌধুরী, তথ্য ও গবেষণা সম্পাদক চন্দন ধর, বন ও পরিবেশ সম্পাদক মশিউর রহমান চৌধুরী, ত্রাণ ও সমাজ কল্যাণ সম্পাদক হাজী মোহাম্মদ হোসেন, যুব ও ক্রীড়া সম্পাদক দিদারুল আলম চৌধুরী, শ্রম সম্পাদক আবদুল আহাদ, উপ দপ্তর সম্পাদক জহর লাল হাজারী, কার্যনির্বাহী সদস্য হাজী মোহাম্মদ এয়াকুব, আবুল মুনছুর, নুরুল আলম, গাজী শফিউল আজিম, সৈয়দ আমিনুল হক, জাফর আলম চৌধুরী, নুরুল আমিন শান্তি, সাইফুদ্দিন খালেদ বাহার, আহমদ ইলিয়াছ, ড. নিছার উদ্দিন আহমেদ মঞ্জু, রোটারিয়ান ইলিয়াছ, মোহাম্মদ জাবেদ, হাজী বেলাল আহমদ প্রমুখ।

সভায় ৩৯ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাজী শফিউল আলম, ৪২ নং ওয়ার্ডের সম্পাদকমণ্ডলীর সদস্য গোলাম মাওলা, ম্যাজিস্ট্র্রেট শামসুল কিবরিয়ার মৃত্যুতে শোক প্রকাশ করা হয়। এছাড়া গত বৃহস্পতিবার পুলিশের নির্যাতনে টেরীবাজার দোকান কর্মচারী নিহত হওয়ার ঘটনায় নিন্দা জানিয়ে দোষীদের শাস্তির দাবি জানানো হয়।