বাংলাদেশের ওপেনার সৌম্য সরকারের পারফরম্যান্সের অধপতনের ব্যাখ্যা দিয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) এক পরিচালক। নাম প্রকাশে অনিচ্ছুক বিসিবি’র ঐ পরিচালক বলেন, ‘সৌম্য অতিরিক্ত পরিমাণে মোবাইল ফোনে কথা বলে, বলতে পারেন ঘণ্টার পর ঘণ্টা। বলতে পারেন, সবকিছুর একটা সীমা থাকে, আমি সেটা লক্ষ্য করেছি। সৌম্যকে বলেছি- দেখো তুমি যদি এটা এখনই নিয়ন্ত্রণ না করো, তাহলে তোমাকে অনেক বেশি মূল্য দিতে হবে।’
স্থানীয় গণমাধ্যমকে তিনি জানান মূলত মনোসংযোগের অভাবেই নিজেকে মেলে ধরতে পারছেন না সৌম্য। সৌম্য সরকারকে এই ব্যাপারে বোর্ডের পক্ষ থেকে বলা হয়েছিল। তিনিও নিজেকে শুধরে নেয়ার আশ্বাস দিয়েছিলেন। কিন্তু, কথা রাখেননি সৌম্য। ওই বোর্ড পরিচালক বললেন, ‘ফোনালাপের ব্যাপারে সৌম্য সরকার আমাকে কথা দিয়েছিলো। বলেছিলো, ভাই, সব বাদ দিয়ে দেবো। কিন্তু, টি-টোয়েন্টি বিশ্বকাপে চরমভাবে ব্যর্থ হওয়া এই ওপেনারের পারফরম্যান্সে বোর্ড ক্ষুব্ধ।’ উল্লেখ্য, এর আগে নাসির হোসেনের ১২টি মোবাইল ফোন আছে এবং ৮০’র বেশি বান্ধবী আছে বলে গণমাধ্যমে প্রচারিত হয়।