এবার পুলিশি নির্যাতনের শিকার ঢাকা দক্ষিণ সিটির পরিচ্ছন্নতা পরিদর্শক

তোর-কোন-বাপ-আছে-নিয়ে-আয়

তোর কোন বাপ আছে নিয়ে আয়, আমরা পুলিশ আমাদের কে কী বলবে। ঢাকা দক্ষিণ সিটির পরিচ্ছন্নতা পরিদর্শক বিকাশ চন্দ্র দাসকে পেটনোর সময় এভাবেই হুমকি দিচ্ছিল পুলিশ। শুক্রবার রাত চারটার দিকে মীরহাজিরবাগ এলাকায় যাত্রাবাড়ীর থানার তিন পুলিশ সদস্য বন্দুকের বাট ও লাঠি দিয়ে পিটিয়ে রক্তাক্ত করে ডিসিসির এই কর্মকর্তাকে। তিনি বর্তমানে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

ব্যাংক কর্মকর্তা গোলাম রাব্বির ওপর নির্যাতনের ঘটনার কোন কুল কিনারা না হতেই আবারও নির্যাতনের অভিযোগ উঠলো পুলিশের বিরুদ্ধে।

প্রত্যক্ষদর্শী ও আহতের স্বজনরা জানান, অন্যান্য দিনের মতো বৃহস্পতিবার মধ্যরাতে যাত্রাবাড়ী থানা এলাকায় দায়িত্বরত ছিলেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের পরিচ্ছন্নতা পরিদর্শক বিকাশ চন্দ্র দাস। রাত চারটার দিকে মীরহাজিরবাগ এলাকার খালপাড় বাজারে পৌঁছলে টহলরত পুলিশ সদস্যরা তাকে মোটরসাইকেল থামাতে বলে। অভিযোগ রয়েছে, মোটরসাইকেল থামানো মাত্রই বন্দুকের বাট দিয়ে প্রথমে বিকাশের ঘাড়ে আঘাত করা হয়।

এসময় তাকে অকথ্য ভাষায় গালাগালি করা হয়। ঘটনার সময় বিকাশকে কোনো কথা বলার সুযোগ দেয়া হয়নি বলে জানান ঘটনাস্থলের আশপাশের পরিচ্ছন্নকর্মীরা।