করোনাভাইরাসের সংক্রমণের ভয়ে ঠাকুর দেখতে আসতে না পারলেও আফশোস নেই।
কলকাতার দর্শনার্থীরা যাতে শহরের পুজোগুলির আনন্দ থেকে বঞ্চিত না হন তাই এবার অনলাইনে দুর্গাপুজো দেখাবে পুজো উদ্যোক্তাদের মঞ্চ ‘ফোরাম ফর দুর্গোৎসব’।
পুজোর আর মাত্র কয়েক মাস বাকি। অন্যান্য বছর এই সময় জোরকদমে প্রস্তুতি শুরু হয়ে যায়। থিম নিয়ে একে অপরকে টেক্কা দেওয়াও সব কাজই চলতে থাকে গোপনে।
তবে এবারের ছবিটা একেবারেই অন্য। যেভাবে করোনার প্রকোপ বেড়েই চলেছে, তাতে সামাজিক দূরত্ব বজায় রেখে আগের মত পুজো করা সম্ভব নয়।
তাছাড়া, টানা লকডাউনের জেরে অর্থনৈতিক সংকট, যার ধাক্কায় ম্রিয়মাণ পুজোর উদ্যোক্তারাও। সবদিকে বিবেচনা করেই এবার অনলাইনে পুজো দেখানোর বন্দোবস্ত করছে উদ্যোক্তারা।
ফোরাম ফর দুর্গোৎসব এবং ‘শিবমন্দির’ পুজো কমিটির অন্যতম কর্তা পার্থ ঘোষের কথায়, “ঘরে বসেই মানুষ যাতে পুজোর আনন্দ উপভোগ করতে পারেন, আমরা সেই চেষ্টা চালাচ্ছি।
বিভিন্ন টিভি চ্যানেলে যে পুজো দেখানো হয়, তেমন পুজো-পরিক্রমা নয়।
এটা একেবারে অন্য আঙ্গিকে দেখানো হবে । প্রাথমিকভাবে ঠিক করেছি, কলাবউ স্নান থেকে শুরু করে মহাষ্টমীর অঞ্জলি, বা সন্ধিপুজোর মতো সব আচার-অনুষ্ঠানগুলিকে দেখানো হবে অনলাইনে।
সরাসরি সম্প্রচারিত হবে চণ্ডীপাঠ থেকে আরতি। সেইসঙ্গে মণ্ডপসজ্জা, আলোকসজ্জা তো আছেই। “
‘ফোরাম ফর দুর্গোৎসব’-এর সাধারণ সম্পাদক শাশ্বত বোস অবশ্য বলেন, “এই অনলাইনে পুজো দেখানোর পরিকল্পনা আমাদের গত বছরই ছিল। কোনও কারণে হয়নি। কিন্তু এবার করোনার জন্য এটা বাস্তবায়িত হচ্ছে।”
জানা গেছে, সব পুজো কমিটিগুলো একসঙ্গে তাদের সব আচার দেখাতে পারবে না। কোন কোন পুজো কমিটি কী কী দেখাবে, সেগুলি পরবর্তীকালে আলোচনা সাপেক্ষে ঠিক করা হবে। সূত্র – কলকাতা ।