রংপুর থেকে একই পরিবারের ৩ জনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ ।
আজ ১৬ মে শনিবার, রংপুরের গঙ্গাচড়া উপজেলার বালাপাড়া গ্রাম থেকে বাবা-মা ও মেয়ের মরদেহ উদ্ধার করা হয় ।
জানা গেছে , নিহত তিন জন হলেন হাফিজুল ইসলাম , তার স্ত্রী ফাতেমা ও তাদের দেড় বছরের শিশু হুমায়রা । তারমধ্যে মা ও মেয়েকে গলা কাটা অবস্থায় এবং হাফিজুল ইসলামকে ঝুলন্ত অবস্থায় তাদের নিজ বাসা থেকে উদ্ধার করে পুলিশ ।
স্থানীয় সূত্রে জানা গেছে, তাদের কোন সাড়া শব্দ না পেয়ে আশেপাশের লোকজন চেয়ারম্যানকে খবর দেয় । পরে তিনি পুলিশের মাধ্যমে লাশ গুলো উদ্ধার করেন।
স্থানীয় পুলিশ জানিয়েছে , হয়তো পারিবারিক কলহের কারনে হাফিজুল মা ও মেয়ে কে হত্যা করে পরে সে নিজেই আত্নহত্যা করে থাকতে পারে । তবে ময়না তদন্তের পূর্বে নিশ্চিত করে কিছু বলা যাবেনা ।
নিউজটির পাঠক সংখ্যা : ৩৩৯