আবাসিক হোটেলে মুসল্লিদের হামলা, ৬ নারী আটক

Hotel

আবাসিক হোটেলগুলোতে অনৈতিক কর্মকাণ্ড চলে এমন অভিযোগ তুলে রাঙামাটির রিজার্ভ বাজারের বেশ কয়েকটি হোটেলে ভাঙচুর চালিয়েছে মুসল্লিরা। এসময় অন্তত চারটি হোটেলে হামলা ও ভাঙচুর চালানো হয় এবং ৬ নারীকে আটক করা হয়। শুক্রবার দুপরে জুম্মার নামাজ শেষে রিজার্ভ বাজার জামে মসজিদ থেকে কয়েকশ মুসল্লি মসজিদের সামনের হোটেল আল হেলালে ব্যাপক ভাঙচুর চালায়। এসময় হোটেলটি থেকে অন্তত চারজন নারীকে আটক করে পুলিশে সোপর্দ করা হয়। হোটেল মালিক, ম্যানেজারসহ কর্মচারীরা পালিয়ে যায়। এ সময় একই অভিযোগ পাশ্ববর্তী হোটেল প্রবাসী, হোটেল স্টার, হোটেল হিলসিটিতেও হামলা চালানো হয়। এই হোটেলগুলো থেকে আরো দুই নারীকে আটক করা হয়। এসময় উত্তেজিত মুসল্লিদের হামলায় দুই নারী আহত হয়। পরে পুলিশ এসে পরিস্থিত নিয়ন্ত্রণ করে।