বাংলাদেশের মহানগর এলাকায় রাস্তার পাশের আবাসিক প্লট ও ভবনে রেস্টুরেন্ট-বারসহ বাণিজ্যিক কার্যক্রম বন্ধে ৪ দফা সুপারিশ গ্রহণ করেছে মন্ত্রিসভা। ৬ মাসের মধ্যে আবাসিক এলাকা ছাড়তে হবে ওই প্রতিষ্ঠানগুলোকে।
সরকারের ১০৩তম মন্ত্রিসভার বৈঠক। প্রধানমন্ত্রীর সভাপতিত্বে সচিবালয়ে মন্ত্রিপরিষদ সভাকক্ষে অনুষ্ঠিত বৈঠকে অনুমোদন দেয়া হয় কোড অব সিভিল প্রসিডিউর অ্যামেন্ডমেন্ট ২০১৬-এর খসড়া। ২০০০ সালের আইনগত সহায়তা প্রদান আইনের লিগ্যাল এইড অফিসারের কাছে মামলা স্থানান্তরের বিধান রাখা হয়েছে।
মহানগর এলাকার রাস্তার পাশে আবাসিক প্লটে ও ভবনে, রেস্টুরেন্ট এবং পার্কসহ বাণিজ্যিক কার্যক্রম পরিচালনাজনিত সমস্যা নিরসনে ২০১৫ সালের ৮ জুন মন্ত্রিসভায় সুপারিশ চাওয়া হয়েছিলো। স্থানীয়, স্বরাষ্ট্র ও পূর্তসহ সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলো আজ রিপোর্ট উপস্থাপন করে এবং সেই আলোকে ৪টি সুপারিশ গ্রহণ করা হয়।
আবাসিক এলাকার ভবনে বেজমেন্ট শুধু কার পার্কিংয়ে ব্যবহারের সুপারিশ করা হয়েছে। আবাসিক এলাকায় নতুন করে বারের লাইসেন্স না দিতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে সুপারিশ করা হয়েছে। ৬ মাসের মধ্যে আবাসিক এলাকার গেস্ট হাউজ অপসারণ করতে হবে।
৬ মাসের মধ্যে বাণিজ্যিক প্রতিষ্ঠান অপসারণের কথা বলা হয়েছে। ৬ মাস পরে সম্মিলিতভাবে উচ্ছেদের কথা বলা হয়েছে।
মন্ত্রিসভায় বায়োমেট্রিক পদ্ধতিতে সিম পুন:নিবন্ধনের বিষয় আলোচনা করা হয়। বায়োমেট্রিক পদ্ধতিতে সিম পুন:নিবন্ধকরণ কেবলমাত্র জাতীয় পরিচয়পত্রের ফিঙ্গারপ্রিন্ট মেলানোর জন্যই হবে, আশ্বস্ত করেছে মন্ত্রিসভা।