আনোয়ারা ডায়াবেটিক সমিতির কার্যনির্বাহী কমিটি গঠনকল্পে একসভা সম্প্রতি চাতরী চৌমুহনীস্থ হাসপাতাল কার্যালয়ে অনুষ্ঠিত হয়। সমিতির প্রতিষ্ঠাতা সভাপতি এম. আলী হোসেনের সভাপতিত্বে ও প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক এম. মুনীর চৌধুরীর সঞ্চালনায় সভায় আলোচনায় অংশ নেন সমিতির প্রতিষ্ঠাতা সদস্যবৃন্দ।
সভায় সর্বসম্মতিক্রমে এম. আলী হোসেনকে সভাপতি ও এম. মুনীর চৌধুরীকে সাধারণ সম্পাদক করে ১৩ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়। কমিটির অন্যরা হলেন সিনিয়র সহ- সভাপতি মো. কাশেম খাঁন, সাংগঠনিক সম্পাদক এডভোকেট প্রদীপ কুমার শীল, অর্থ সম্পাদক মো. আব্দুল জব্বার, প্রচার ও প্রকাশনা সম্পাদক জাহেদুল হক, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক নাজিম উদ্দিন নাছির, সহ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক আবু ছৈয়দ আকাশ, নির্বাহী সদস্য পদে শেখ মহিউদ্দিন মিন্টু, মো. আবু মুছা, মো. নুরুল আলম, মো. আব্দুল মান্নান ও মোহাম্মদ হাসান মুরাদ চৌধুরী।