অবশেষে ডালমিয়ার চেয়ারে বসছেন সৌরভ গাঙ্গুলী?

FB_IMG_1442999853649

পশ্চিমবঙ্গ ক্রিকেট এসোসিয়েশন সিএবি-তে পরলোকগত জগমোহন ডালমিয়ার উত্তরসূরি হিসেবে সৌরভ গাঙ্গুলির অভিষেক প্রায় নিশ্চিত বলে দাবি করেছে কলকাতাভিত্তিক একটি সংবাদমাধ্যম।

সিএবি সূত্রে জানা গিয়েছে, বেশির ভাগ কর্মকর্তাই গাঙ্গুলির পক্ষে তাদের মত জানিয়েছেন। এই পরিস্থিতিতে গাঙ্গুলিও সেই দায়িত্ব নিতে প্রস্তুত বলে জানা গিয়েছে তার ঘনিষ্ঠ সূত্রে।

অন্য দিকে, জগমোহন ডালমিয়ার ছেলে অভিষেকও সিএবি প্রেসিডেন্ট পদের দৌড়ে রয়েছেন। গাঙ্গুলির সঙ্গে তার সম্পর্ক খুব ভালো। জগমোহনের এত দিনের ভূমিকা, গাঙ্গুলির সঙ্গে অভিষেকের ভালো সম্পর্ক— সব দিক মাথায় রেখেই তাকেও গুরুত্বপূর্ণ কোনো পদে নিয়ে আসা হতে পারে মনে করা হচ্ছে।

বাম আমলে পুরমন্ত্রী অশোক ভট্টাচার্যের সঙ্গে ভালো সম্পর্কের প্রেক্ষিতেই হোক বা প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের সঙ্গে ঘনিষ্ট হওয়ায় সুবাদেই হোক, সৌরভ গাঙ্গুলির সঙ্গে তৃণমূলের সম্পর্ক খুব একটা মধুর ছিল না। ২০১১-য় রাজ্যে পালাবদলের পরে মমতার হস্তক্ষেপে পরিস্থিতি কিছুটা বদলায়। যত দিন গেছে, সম্পর্কের বাঁধন ততই পাকা হতে দেখা গিয়েছে। এবং এখন তো বেশ ভালোই সম্পর্ক দু’জনের। মাঝেমধ্যেই মমতা-গাঙ্গুলি দেখাসাক্ষাতও হয়। 

গাঙ্গুলির ঘনিষ্ঠ সূত্রে শোনা যাচ্ছে, বুধবার পশ্চিমবঙ্গ সচিবালয় নবান্নে গিয়ে মমতার সঙ্গে দেখা করতে পারেন তিনি। আনুষ্ঠানিকভাবে সিএবি প্রেসিডেন্টের দায়িত্ব নেয়ার আগে মমতার সঙ্গে এই সম্ভাব্য সাক্ষাত জল্পনা আরও বাড়িয়ে দিচ্ছে, তবে কি মুখ্যমন্ত্রীর আশীর্বাদ নিতেই নবান্নে যাচ্ছেন গাঙ্গুলি?